রংপুরের মাইয়া লিরিক্স | Rangpurer Maiya Song Lyrics | School Gang | Prank King | Bangla New Song 2021


লিরিক :

রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা। জানালা খুলে দেখি অবাক চাইয়া পাগল করেছে আমায়... রংপুরের মাইয়া। হাইলো ছেরা হাল বয় ফুটবালুর চরে হালখান ছাইড়া দিয়ে মই খান ধরে। হাইলো ছেরার গামছা বাতাসে উড়ে। রংপুরে আইসে গেছে ঢাকার পোলা। জানালা খুইলা রাখছে ছকিনা খালা। পাগল করেছে আমায় ঢাকাইয়া পোলা। রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা। জানালা খুলে দেখি অবাক চাইয়া পাগল করেছে আমায়... রংপুরের মাইয়া। হাইলো ছেরা রে তুই রহিকা হইলি। বিয়ের বউ থুয়ে নিহে করিলি। সত্যি করে বলনা ছাড়া কোন জেলায় বাড়ি। ওরে চিটাগাংগের ছেলে আমি খুলনা থাকি। বরিশালে নানাবাড়ি দাদা সিলোটি। সত্যি করে বলছি মেয়ে প্রেম আমার খাটি। রংপুরে যাইয়া দেখি রঙেরি মেলা। জানালা খুলে দেখি অবাক চাইয়া পাগল করেছে আমায়... রংপুরের মাইয়া।


রংপুরের মাইয়া | Rangpurer Maiya Song | School Gang | Prank King | Bangla New Song 2021