SHUNNO - SHESH BIKEL UNPLUGGED
Shesh Bikel, a song about the angel of death, was first released in 'Notun Srote' album back in 2008. From there it has been a cult favourite, and though we don't perform this song much, whenever we do it, it sure knows how to mezmorize the crowd.
All the instruments played by us were Yamaha products and this series was sponsored by Yamaha Music Bangladesh - ACI Motors Ltd and Yamaha Motorcycles Bangladesh - ACI Motors Ltd.
Performed by:
Vocal: Emil
Drums: Labib
Bass: Michael
Guitar: Ishmam
Tuned and Composed by SHUNNO
Audio Production: Shaker Raza
Audio Recording: Audio Design Bangladesh
Lyrics: Tarek Abdullah
Video Direction: Team RedPad
Director of Photography: Shohag Chowdhury
Edit: Tanim Parvez
Lyrics:
রোদ ফুরোলে ফেরত আসা একটি দিন শেষে
চিন্তার অবসান নেই পিছুটান প্রতিটি জীবন শেষে
সময়ে আমি দিচ্ছি পাড়ি আমার কাজের ক্লান্তিতে
একটি নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস, আমার ছোট্ট ছোঁয়াতে
ছোঁয়াতে, ছোঁয়াতে, ছোঁয়াতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
কত সৃষ্টির শেষ হাসি, কত সৃষ্টির শেষ কান্না
কত সৃষ্টির আবেগ কত সৃষ্টির পাওনা
এক নিমিষেই শেষ হয়ে যায়
দৃষ্টির শেষ দৃষ্টিতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমার আত্মার নেই কোনো ভাবনা
নেই কোনো শান্তি বা তার শেষ
মৃত্যুর কেবল হবে অবসর
শুধুই আমার মৃত্যুতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
0 Comments
Please Do Not Enter Any Spam Link